প্রকাশ হলো কবি তুহিন মাহামুদের ‘পরিবর্তন’

সম্প্রতি প্রকাশ হয়েছে কবি ও সাংবাদিক তুহিন মাহামুদের নতুন বই ‘পরিবর্তন’। বইটি প্রকাশ করেছে রঙ প্রকাশন। প্রচ্ছদ করেছেন সুজন মাহাবুব।

বইটির মুদ্রিত মূল্য ২০০ টাকা। অনলাইন বুকশপ রকমারি ও বইবাজার থেকে বইটি বিশেষ ছাড়ে সংগ্রহ করা যাবে।

‘পরিবর্তন’ তুহিন মাহামুদের শ্লোক, নীতিবাক্য, প্রবাদ-প্রবচন বিষয়ক বই। এর আগে ২০২০ সালের বইমেলায় তার প্রথম কাব্যগ্রন্থ ‘অতৃপ্ত বাসনা’ প্রকাশ হয়।

মানুষ হতাশা, বঞ্চনা, দুঃখ, কষ্ট, না পাওয়ার মধ্য দিয়ে নতুন জীবন গড়ার স্বপ্ন দেখে। জীবনে শক্তি খুঁজে পায়। সেসব কথাই তুলে ধরা হয়েছে।

বইটিতে মূলত জীবন পরিবর্তনের দিকগুলো তুলে ধরা হয়েছে। পাঠক যেন জীবনকে মোটিভেট করতে পারে। সে লক্ষ্য নিয়েই বইটি সাজানো হয়েছে। ‘পরিবর্তন’ পাঠকমহলে সমাদৃত হবে বলে আশা করেন লেখক।

কবি ও সাংবাদিক তুহিন মাহামুদের জন্ম ১৯৭৭ সালের ৩১ ডিসেম্বর গোপালগঞ্জের মুকসুদপুরে। বর্তমানে তিনি সপরিবারে যুক্তরাজ্যে বসবাস করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *